ভারতে রপতানি আদেশ বন্ধ, কন্টেইনার আটকে থাকায় বিপাকে ব্যবসায়ী

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (মোংলা) বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় ভারতে রপতানি আদেশ বন্ধ থাকায় মোংলা বন্দরে ৮৬ টি কন্টেইনার আটকে আছে। এসব কন্টেইনার ভি আই পি নামক ভারতীয় প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছিল। এতে তাদের কাঁচামাল রয়েছে।

ভি আই পি’র বাংলাদেশের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান খাঁন বুধবার (২ জুন) দুপুরে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনার কারণে ভারতে রপতানি আদেশ বন্ধ থাকায় পণ্য রপতানি করতে পারছে না তারা। আর সময়মত এসব কন্টেইনারে ছাড়িয়ে না নিলে জরিমানা গুনতে হবে। বন্দর কর্তৃপক্ষ আগামী রোববারের (৬ জুন) মধ্যে এসব পণ্য সরিয়ে নেওয়ার আদেশ দিয়ে রেখেছে বলেও জানান তিনি।

এদিকে পণ্য রপতানি ব্যহত হওয়ায় ১৫ দিনের জন্য তাদের ফ্যাক্টরি সাময়িক বন্ধও করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার (কন্টেইনার) মো. শামিম হাওলাদার বলেন, বন্দরে আসা ইপিজেডের ভি আই পি ফ্যাক্টরির ৮৬ কন্টেইনারের মধ্যে ২০ ফিট কন্টেইনার প্রতি প্রথম ১০ দিন তিন ডলার এবং ১০ দিনের পর অবশিষ্ট দিন গুলোর জন্য আট ডলার ট্রারিফ চার্জ (বন্দর মাশুল) দিতে হবে। আর ৪০ ফিট কন্টেইনার জন্য দিতে হবে প্রথম ১০ দিন আট ডলার এবং অবশিষ্ট দিনের জন্য ১৬ ডলার।