এক কাতলের দাম ৪৬ হাজার টাকা!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা!

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিনিয়তই ধরা পড়ছে নানান ধরনের সুস্বাদু বড় আকারে কাতলা, বোয়াল, রুই ,পাঙ্গাস, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদূরে কার্গো ঘাটায় পাবনার জেলে গুরু হালদারে জালে ২৭ কেজি ওজনের ১টি কাতলা কাতলা মাছ ধরা পড়ে।

বিজ্ঞাপন

জেলে গুরু হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার দিবাগতরাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মঙ্গলবার সকালে মাছটি নিয়ে দৌলতদিয়া ছাইক্যা মোল্লার মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সেখানে ছুটে আসেন। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠালে সর্বোচ্চ ১ হাজার ৬৫০টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন তিনি।

মাছটি চান্দু মোল্লা ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানান।