ষষ্ঠবারের মতো ‘সেরা ভ্যাটদাতা’ বার্জার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ষষ্ঠবারের মতো ‘সেরা ভ্যাটদাতা’  বার্জার।

ষষ্ঠবারের মতো ‘সেরা ভ্যাটদাতা’ বার্জার।

অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন খাতে ‘সেরা ভ্যাটদাতা’র স্বীকৃতি পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বার্জার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী চৌধুরী প্রতিষ্ঠানটির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। গত ১০ ডিসেম্বর এ পুরস্কার দেন জতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

এ নিয়ে রূপালী চৌধুরী বলেন, ‘দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বার্জার সবসময় ভ্যাট আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ। আগামী দিনগুলোতেও আমরা এ ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি নিয়ে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, দেশের উন্নয়নে সব প্রতিষ্ঠানকেই আমরা ভ্যাট নীতিমালার ব্যাপারে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানাই। ’

দেশের শীর্ষস্থানীয় পেইন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) বিগত ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬, ২০১৪-২০১৫ এবং ২০১০-২০১১ পাঁচ আর্থিক বছরেও ‘সেরা ভ্যাটদাতা’র পুরস্কার পেয়েছে।