দক্ষিণ আফ্রিকার ফ্লাই সাফএয়ারের সঙ্গে এমিরেটসের ইন্টারলাইন চুক্তি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দক্ষিণ আফ্রিকার ফ্লাই সাফএয়ারের সঙ্গে এমিরেটসের ইন্টারলাইন চুক্তি

দক্ষিণ আফ্রিকার ফ্লাই সাফএয়ারের সঙ্গে এমিরেটসের ইন্টারলাইন চুক্তি

এমিরেসট এয়ারলাইন ফ্লাই সাফএয়ারের সঙ্গে একটি ইন্টারলাইন চুক্তির ঘোষণা করেছে। এর ফলে দক্ষিণ আফ্রিকায় ফ্লাই সাফএয়ারের নিদিষ্ট কিছু গন্তব্য যেমন পোর্ট এলিজাবেথ, ইস্ট লন্ডন এবং জর্জে এমিরেটস যাত্রীরা সহজেই ভ্রমন করার সুযোগ পাবেন। 

এমিরেসট যাত্রীরা এসকল গন্তব্যে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন এবং যে সকল যাত্রীরা জোহান্সবার্গ, কেপটাউন ও ডারবান হয়ে ভ্রমণ করবেন তাদের লাগেজগুলোও চূড়ান্ত গন্তব্যের জন্য ট্যাগিং করা হবে। অনলাইনে বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

বিজ্ঞাপন
 দক্ষিণ আফ্রিকায় ফ্লাই সাফএয়ার

করোনা মহামারির কারণে সাময়িক বন্ধ থাকার পর এমিরেটস ১ অক্টোবর কেপটাউন ও জোহান্সবার্গ এবং ৮ অক্টোবর ডারবানে পুনরায় ফ্লাইট শুরু করে এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ১৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে ঢাকায় এমিরেটসের সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় একশতটি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।