তিন ব্যাংকে ৪০ কর্মকর্তা নিয়োগ
সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
পদ ও যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (আইটি) পদে সোনালী ব্যাংকে ৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২ জন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও ২ জন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) নেয়া হবে।
সিনিয়র অফিসার (আইটি) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল /ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিশেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।
মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
বেতনস্কেল
পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম
অনলাইনে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদে ২৩ জুলাই এবং সিনিয়র অফিসার (আইটি) পদে ২৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।