পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ধরনের পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
১. কাস্টমার কেয়ার অফিসার
২. এডমিশন অফিসার
৩. মেট্রন (Matron)
৪. নার্সিং সুপারভাইজার
৫. সিনিয়র স্টাফ নার্স (ICU & HDU)
৬. সিনিয়র স্টাফ নার্স (Floor)
৭. ওটি নার্স (OT Nurse)
৮. HVAC টেকনেশিয়ান
৯. বায়াে-মেডিকেল টেকনেশিয়ান, ইটিপি টেকনেশিয়ান, গ্যাস প্লান্ট অপারেটর
১০. ইলেকট্রিশিয়ান
১১. লিফট অপারেটর
১২. ফ্লোর সুপারভাইজার (ওয়ার্ডবয়/আয়া)
১৩. মেল (Male) এটেনডেন্ট (ওয়ার্ডবয়)
১৪. ফিমেল (Female) এটেনডেন্ট (আয়া)
১৫. লন্ড্রি অপারেটর/আয়রন ম্যান
১৬. অফিস এটেনডেন্ট (পিয়ন)
১৭. হাউজকিপার সুপারভাইজার
১৮. সিকিউরিটি গার্ড (পুরুষ)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, ২ কপি সদ্য তােলা ছবি, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, টেলিফোন/ মােবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক ‘ব্যবস্থাপনা পরিচালক, বাড়ী নং- ৭ পুরাতন (নতুন-৮), রােড নং-২, ধানমন্ডি, ঢাকা-১২০৫’ বরাবর পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২০।