শেখ রাসেল কালেক্টরেট গ্রামার স্কুল এন্ড কলেজে নিয়োগ
খুলনা জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত (ইংলিশ ভার্সন) শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল কালেক্টরেট গ্রামার স্কুল এন্ড কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে।
পদের নাম: অধ্যক্ষ
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতকোত্তরসহ ইংলিশ ভার্সন মিডিয়াম/ স্কুলে অধ্যক্ষ হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: উপাধ্যক্ষ
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতকোত্তরসহ ইংলিশ ভার্সন/ মিডিয়াম স্কুলে উপাধ্যক্ষ হিসেবে ২ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ৬টি (ইংরেজি-২, গণিত-১, বাংলা-১, সামাজিক বিজ্ঞান-১, সাধারণ বিজ্ঞান-১)
যােগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ ইংলিশ ভার্সন/মিডিয়াম স্কুলে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ।
আবেদনের নিয়ম: জেলা প্রশাসক, খুলনা ও সভাপতি, শেখ রাসেল কালেক্টরেট গ্রামার স্কুল এন্ড কলেজ বরাবর নিজ স্বাক্ষরিত আবেদন জেলা প্রশাসকের কার্যালয়, খুলনায় দাখিল করতে হবে। প্রার্থীদেরকে আবেদনের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ, ৩ কপি সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২০।