ঢাকা শিশু হাসপাতালে ১৫০ নার্স নিয়োগ
ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে ১৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্যতা
চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা তিন বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা চার বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধনধারী হতে হবে। অবশ্যই ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল’ এর অনুকূলে ৩০০ টাকার পে অর্ডার/ ব্যাংক ক্রাফট সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র আগামী ৫ জুলাই দুপুর ২টার মধ্যে ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে।