পায়রা বন্দরে ১১২ জন নিয়োগ
পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৩৫ ধরনের পদে ১১২ জনকে নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ-
১। পাইলট : ১টি
২। সিনিয়র হাইড্রোগ্রাফার (ফিল্ড) : ১টি
৩। উপ-পরিচালক (অডিট) : ১টি
৪। মেডিকেল অফিসার : ১টি
৫। সহকারী প্রকৌশলী (সিভিল) : ২টি
৬। সহকারী পরিচালক (নিরাপত্তা) : ১টি
৭। সহকারী পরিচালক (হিসাব) : ১টি
৮। সহকারী পরিচালক (অর্থ) : ১টি
৯। সহকারী পরিচালক (ইআর) : ১টি
১০। হাইড্রোগ্রাফার (ফিল্ড) : ১টি
১১। সহকারী ড্রেজিং মাস্টার : ১টি
১২। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ৪টি
১৩। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) : ৪টি
১৪। উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ৩টি
১৫। প্রশাসনিক কর্মকর্তা : ১টি
১৬। নিরাপত্তা কর্মকর্তা : ২টি
১৭। সিনিয়র স্টাফ নার্স : ১টি
১৮। ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি) : ৮টি
১৯। ইঞ্জিন প্রাইভার (প্রথম শ্রেণি) : ৮টি
২০। ট্রাফিক ইন্সপেক্টর : ১টি
২১। উচ্চমান সহকারী : ১টি
২২। স্টেনো টাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর : ৮টি
২৩। উচ্চ বহি:সহকারী : ২টি
২৪। নিম্ন বহি:সহকারী : ৪টি
২৫। জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট : ২টি
২৬। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৪টি
২৭। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট : ৩টি
২৮। জুনিয়র স্টাফ নার্স : ১টি
২৯। ল্যান্ড সার্ভেয়ার : ২টি
৩০। কার্পেন্টার : ৩টি
৩১। সহকারী সাব ইন্সপেক্টর : ২টি
৩২। গ্রীজার : ৮টি
৩৩। সুকানী : ১০টি
৩৪। লস্কর : ১৩টি
৩৫। অফিস সহায়ক : ৭টি
আবেদনের নিয়ম: অনলাইনে ppa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১২ জুন সকাল ১০টা থেকে ২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।