ব্যাংকে ১৫১৮ পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকে কর্মকর্তা পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সােনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সমন্বিতভাবে ১৫১১ জন অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত।
একই সাথে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে ৭ জন সিনিয়র অফিসার (প্রকৌশলী-মেকানিক্যাল) পদে আবেদনের সময়সীমাও ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
উভয় পদে আবেদন শেষে ১৪ জুন পর্যন্ত ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে। পদগুলোতে আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
পাঁচ ব্যাংকে ১৫১১ অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি
সোনালী ও জনতা ব্যাংকে সিনিয়র অফিসার (প্রকৌশলী-মেকানিক্যাল) নিয়োগ বিজ্ঞপ্তি