৫০ কর্মকর্তা নেবে বিটিসিএল
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: সহকারী ম্যানেজার (কারিগরি)
পদসংখ্যা: ৫০টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন (ইইসিই) এ কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। জিপিএ/সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণিবিভাগ বা সমমান গ্রহণযােগ্য হবে না। ৩০ জুন ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: কোম্পানির বেতন কাঠামাের গ্রেড-৭ অনুযায়ী এবং অন্যান্য সুবিধাদি
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা www.btcl.gov.bd/career ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ জুন সকাল ৯টা থেকে ৩০ জুন বিকাল ৫টা পর্যন্ত।