আইইডিসিআরে কর্মকর্তা নিয়োগ
ডাটা ম্যানেজমেন্ট অফিসার পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স), এমএসসি বা এমএস ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। রিসার্চ বা হেলথ সেক্টরে ডাটা এনালাইসিসে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর।
আগ্রহীরা সরাসরি বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আইইডিসিআর পরিচালক বরাবর আবেদনপত্র, সিভি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র পাঠাতে হবে। সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের প্রিন্টকপি পাঠাতে হবে ‘ডিরেক্টর, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর), পুরাতন ডিজিএইচএস ক্যাম্পাস, মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। অথবা ইমেইলে সব ডকুমেন্টের সফটকপি পাঠাতে হবে ‘[email protected]’ ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ মে বিকাল ৫টা পর্যন্ত।