যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট প্রোগ্রামে আবেদনের সুযোগ
ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২১-২২ সালের ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া একটি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য অনুদান দেওয়া হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জুনিয়র শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক, এনজিও এবং সরকারি ও বেসরকারি খাতের জুনিয়র থেকে মধ্য স্তরের কর্মীরা আবেদন করতে পারবেন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের কর্মসূচির আবেদনের শেষ তারিখ ২০২০ সালের ২০ জুন।
যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের যা অবশ্যই লাগবে:
১. অনন্য একাডেমিক রেকর্ডসহ কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি।
২. ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকা বা যুক্তরাষ্ট্রে কোনও চলমান ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না থাকা।
৩. কোন বিদেশি দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ইতিমধ্যে না থাকা। তবে যারা বাংলাদেশি মাস্টার্স ডিগ্রিধারী তারা যোগ্য হবেন।
৪. প্রস্তাবিত অধ্যয়নের বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকা।
৫. ন্যুনতম আইবিটি টোফেল স্কোর ৮০/আইইএলটিএস ৭.০ সহ ইংরেজিতে সাবলীল হওয়া।
৬. সুস্বাস্থ্যের অধিকারী হওয়া।
৭. আবেদনের সময় বাংলাদেশে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক হওয়া।
৮. ডিগ্রি শেষ করার আগে দেশে ফিরলে ফিরতি টিকিটের মূল্য ফেরত দিতে রাজি থাকা।
সম্ভাব্য আবেদনকারীদের অবশ্যই অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে একটি অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে যা পাওয়া যাবে এই ঠিকানায় পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2021/
অনলাইন আবেদনপত্র পূরণের জন্য বিস্তারিত নির্দেশাবলী এখানে পাওয়া যাবে এই লিংককে: https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/