২০০ ড্রাইভিং প্রশিক্ষক নেবে ‘সমাধান বাংলাদেশ’
দেশের পাঁচটি জেলায় দুস্থ, বিধবা ও এতিম নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে প্রকল্প পরিচালনা ও বাস্তবায়নের কাজে জনবল নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাধান বাংলাদেশ’। সেই লক্ষ্যে ২০০ জন ড্রাইভিং প্রশিক্ষক নেবে সংস্থাটি।
জেলাগুলো হলো-গোপালগঞ্জ, ভোলা, লালমনিরহাট, ময়মনসিংহ এবং নেত্রকোনা। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সাথে যৌথভাবে এ কাজ করবে এনজিওটি।
পদের নাম: ড্রাইভিং প্রশিক্ষক, ২০০ জন। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস। সম্মানী: আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১১ মে’র মধ্যে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের স্ক্যান কপি, জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে সব আবেদন এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অনলাইনেই সম্পন্ন করা হবে।