১০০ ডেলিভারি এম্বাসেডর নেবে ইকুরিয়ার
ই-কমার্সভিত্তিক অনলাইন কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইকুরিয়ার ১০০ জন ডেলিভারি এম্বাসেডর নিয়োগ দেবে।
কমপক্ষে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট থাকা লাগবে। মোটরবাইক, বাইক চালানোর বৈধ লাইসেন্স ও কাগজপত্র এবং অবশ্যই স্মার্টফোন থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তরা মাসে ১৫,০০০ টাকার বেশি আয় করতে পারবেন। পাশাপাশি দায়িত্বরত অবস্থায় বিভিন্ন স্থানে চলা ফেরা করার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র, সেফটি কিট এবং সকালের নাস্তা ও দুপুরের খাবার দেয়া হবে।
ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল জানান, ‘করোনা পরিস্থিতির জন্য রাইড শেয়ারিং পেশায় নিয়োজিত কর্মহীন বাইক রাইডারদের উপার্জনের ব্যবস্থা করে দেবার জন্য এমন উদ্যোগ নিয়েছে ইকুরিয়ার। বর্তমানে অস্থায়ীভাবে নেয়া হলেও নিয়োগপ্রাপ্তরা তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে ইকুরিয়ারে স্থায়ীভাবে কাজের সুযোগ পেতে পারেন।’
যোগ্যতাসম্পন্ন আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।