৫০০ কর্মী নেবে মিনাক্লিক
মিনাবাজারের ইকমার্স প্লাটফর্ম মিনাক্লিক জরুরী ভিত্তিতে ৫০০ বাইক রাইডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কমপক্ষে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বৈধ মোটর বাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মেট্রোপলিটন ট্রাফিক আইন মেনে বাইক চালাতে হবে।
কোম্পানির বাইকে করে ঢাকার বিভিন্ন স্থানে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেয়া, ক্রেতার কাছ হতে পণ্যমূল্য সংগ্রহ করে নিয়ম অনুযায়ী জমা দেয়াই হবে বাইক রাইডারদের কাজ। বর্তমান জরুরী অবস্থায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করতে হবে। রাইডারদের নিরাপত্তার জন্য ডেলিভারির সময় মাস্ক ও হ্যান্ড গ্লভস দেবে মিনাক্লিক।
নিয়োগপ্রাপ্তদের কোম্পানির নিয়মানুযায়ী বেতন, ঈদ বোনাস, লাইফ ইন্সুরেন্স, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচ্যুইটি দেয়া হবে।
আগ্রহীদের অনলাইন জব পোর্টাল বিডিজবসের মাধ্যমে সিভি পাঠাতে হবে। অনলাইন আবেদন শেষে ০১৮৪১৭০০৭৫২/০১৮৪১৭০০৭৭৯ নম্বরে যোগাযোগ করতে হবে।