পিএইচপি ইন্ডাষ্ট্রিয়াল পার্কে নিয়ােগ
পিএইচপি পরিবারের সহযােগী প্রতিষ্ঠান পিএইচপি ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিটের জন্য জরুরী ভিত্তিতে লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম: সিনিয়র ব্যবস্থাপক/ব্যবস্থাপক/সহব্যবস্থাপক/সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার
ইউনিট: পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পাওয়ার প্লান্ট (গ্যাস এবং ডিজেল)
পদের নাম: ব্যবস্থাপক/সহব্যবস্থাপক/সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
ইউনিট: পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর হাইড্রোজেন প্লান্ট/নাইট্রোজেন প্লান্ট/কমপ্রেসড এয়ার ষ্টেশন/মিরর প্লান্ট
পদের নাম: সহব্যবস্থাপক/সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
ইউনিট: পিএইচপি এ্যালুমিনিয়ম প্লান্ট এর এক্সট্রশন/অ্যানােডাইজিং/ডাই/কাষ্টিং/ কোয়ালিটি কন্ট্রোল/ মেইনটেন্যান্স (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল)
পদের নাম: ফোরম্যান/অপারেটর/জুনিয়র অপারেটর/কোয়ালিটি কন্ট্রোলার
ইউনিট: পিএইচপি এ্যালুমিনিয়ম প্লান্ট এর এক্সট্রশন/অ্যানােডাইজিং/ডাই/কাষ্টিকোয়ালিটি কন্ট্রোল/স্ট্রেচিংবিলেট কাটিং/মেইনটেন্যান্স (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল)
পদের নাম: জুনিয়র ইন্সপেক্টর (ফায়ার)/নিরাপত্তা প্রহরী/ফায়ার ম্যান
ইউনিট: পিএইচপি এ্যালুমিনিয়ম প্লান্ট এর এক্সট্রশন/অ্যানােডাইজিং/ডাই/কাষ্টিকোয়ালিটি কন্ট্রোল/স্ট্রেচিংবিলেট কাটিং/মেইনটেন্যান্স (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের কপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং মােবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী ১০ এপ্রিলের মধ্যে “এইচআর এন্ড এ্যাডমিনিষ্ট্রেশন বিভাগ, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম” ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। খামের উপর অবশ্যই প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে।