জুনিয়র অডিটর পদে ৪৫৭ জন নিয়োগ
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহে জুনিয়র অডিটর পদে ৪৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা পদটিতে আবেদন করতে পারবেন। ১ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বান্দরবান, রাঙ্গামাটি, জয়পুরহাট জেলার প্রার্থীদের আবেদনের প্রয়ােজন নেই। তবে সকল জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র কন্যার পুত্র-কন্যাগণ আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ ১৬তম গ্রেড অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে cga.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৫ এপ্রিল সকাল ১০টা থেকে ৫ মে বিকাল ৫টা পর্যন্ত।