ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চার পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পদের নাম: সহঃ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: সিএ/সিএমএ উভয় ক্ষেত্রে মান অর্জনের পর ৩ বছরের অভিজ্ঞতা অথবা এমবিএ/স্নাতকোত্তর (হিসাব বিজ্ঞান) ডিগ্রিসহ ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা (কস্ট একাউন্টস,বাজেট, অডিট ও এলসি)
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর (হিসাব বিজ্ঞান) ডিগ্রিসহ ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অথবা যেকোন বিষয়ে স্নাতকসহ সিএ ইন্টার/ সিএমএ ইন্টার/ এসিসিএ পার্ট-৩ পাশ ও ৪ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা (ভ্যাট-ট্যাক্স ও শুল্ক)
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: বিবিএ অথবা বানিজ্য বিভাগে স্নাতক অথবা যেকোন বিষয়ে স্নাতকসহ সিএ সিসি/ সিএমএ পিএল-১/ এসিসিএ পার্ট-২ পাশ।
পদের নাম: নিম্নমান করনিক (পেরােল ও জেনারেল একাউন্টস)
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ও ২ থেকে ৩ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন।
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সােনাকান্দা, নারায়নগঞ্জ।
আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ ২০২০।