সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়ােগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পার্ট টাইম চিকিৎসক নিয়ােগের জন্য ডাক্তারদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পার্ট টাইম চিকিৎসক/ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি এবং হাসপাতাল/ক্লিনিক/স্বায়ত্তশাসিত সংস্থায় ইত্যাদিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহে ২ দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রধান কার্যালয়ে এবং অন্যান্য দিন কর্পোরেশনের সচিব প্রণীত রুটিন মােতাবেক ঢাকাস্থ বিআরটিসি ডিপো/ইউনিটে চিকিৎসা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের সর্বসাকুল্যে মাসিক বেতন ১৫,০০০ টাকা এবং যাতায়াত ভাতা দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্যসহ আবেদনপত্র আগামী ২ এপ্রিলের মধ্যে জেনারেল ম্যানেজার (প্রশা: ও পার্সো:) দপ্তরে ডাকযােগে পৌঁছাতে হবে।