ইএমকে সেন্টারে ‘ক্যারিয়ার ক্যাফে’ ৪ মার্চ
তরুন শিক্ষার্থীদের কাঙ্খিত ক্যারিয়ার গঠন ও যথাযথ পেশা-পরিকল্পনার জন্য পরামর্শমূলক নিয়মিত আয়োজন ‘ক্যারিয়ার ক্যাফে’ এর চতুর্থ পর্ব আগামী ৪ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে।
রাজধানীর ইএমকে সেন্টারে বিকেল ৫টা থেকে শুরু হবে মূল আয়োজন। সফল উদ্যোক্তা, সরকারী বেসরকারি উচ্চপদস্থ চাকরিজীবি, সাংবাদিক, শিক্ষকসহ ক্যরিয়ার আইকনগণ শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের মুখোমুখি হবেন।
ক্যারিয়ার ক্যাফে’র এবারের পর্বের বিষয় 'Stress management For Ultimate Success'। অনুপ্রেরণাদায়ী লেখক ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমুল হুদার সমন্বয় ও সঞ্চালনায় মানসিক স্বাস্থ্য, রাগ নিয়ন্ত্রণ, পেশা পরিকল্পনা ও প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে এ পর্বে বিস্তারিত আলোচনা করবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাশদীক হাসান দীপ, মোটিভেশনাল স্পিকার ও সফট স্কিল ট্রেইনার শামিম এইচ নাহিন, বিজ্ঞাপন সংস্থা গ্রে'র অ্যাসোসিয়েট ডিরেক্টর ও আরজে রাশেদ মাহমুদ অভি এবং মেন্টাল হেলথ প্রেকটিশনার হাসিবুর রহমান।
ক্যারিয়ার ক্যাফের আগামী পর্বে অংশ নিতে আগ্রহীদের ০১৬৮২৮৫৬৭৪৬ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে।