বস্ত্র অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি
বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (কারিগরি) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জুনিয়র ইন্সট্রাক্টর (কারিগরি) পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগারগাঁও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
এমসিকিউ পরীক্ষায় মােট ১০০ টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, প্রতিটি ভুল উত্তরের জন্য মােট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।
প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। প্রার্থীরা পরীক্ষার হলে হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। প্রবেশপত্রে উল্লিখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযােজ্য, বাছাই পরীক্ষার জন্য প্রযােজ্য নয়।