তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) পরিচালিত তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে বাংলা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে একজন করে মোট ৪ জনকে নিয়োগ দেয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। তবে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের পে-স্কেল ২০১৫ অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে ‘সভাপতি, ব্যবস্থাপনা পর্ষদ, তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১’ ঠিকানায় ডাকযােগে আবেদনপত্র পাঠাতে হবে।