চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, নাজির কাম ক্যাশিয়ার ৫ জন, সাটিফিকেট পেশকার ৩ জন, সাটিফিকেট সহকারী ৩ জন এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে ৫ জনসহ মোট ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদগুলোতে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
প্রার্থীদের আবেদনপত্র আগামী ১৮ মার্চের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছাতে হবে।