ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত
রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০’। দেশের ৬৪ জেলা থেকে আগত দুই শতাধিক তরুণদের নিয়ে এ আয়োজন করেছে ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট।
ক্যারিয়ার কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। সারাদেশ থেকে আগত এই তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সিইও এম এম মনিরুল আলম, টাইমেক্স একাডেমির চেয়ারম্যান সৌরভ আলজাহিদ, নিজের বলার মত একটি গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, র্যাংকস এফসি প্রপার্টিস এর চেয়ারম্যান তানভির শাহরিয়ার রিমন, ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং তাজদীন হাসান, বাককো’র জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে তরুণদের ক্যারিয়ার এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা।
তরুণদের উদ্যেশ্যে ড. আতিউর রহমান বলেন, কখনোই অতীতকে ভুলে যাওয়া চলবে না। একসময় আমি টাকার অভাবে ভর্তি হতে পারিনি, কিন্তু পরবর্তীতে টাকার নোটের উপর আমার স্বাক্ষর বসেছে।
ক্যারিয়ার কার্নিভালে সভাপতিত্ব করেন ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদার।