ফায়ার সার্ভিসে ৩৭৬ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লোগো

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লোগো

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই পদে ৩৭৬ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফায়ারম্যান (পুরুষ) পদে ৩৬৮ জন এবং নার্সিং এ্যাটেনডেন্ট (পুরুষ) পদে ৮ জনকে নিয়োগ দেয়া হবে। কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পদগুলোতে আবেদন করা যাবে। প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। ৩১ জানুয়ারি ২০২০ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮ হতে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য।

বিজ্ঞাপন

নিয়োগপ্রাপ্তদের ৮,৮০০-২১,৩১০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।