পাঁচ ব্যাংকে নিয়োগ পেলেন ১১৫১ অফিসার
পাঁচ ব্যাংকে সমন্বিতভাবে অফিসার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
এতে ১ হাজার ১৫১ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৯০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০৩ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৭৪২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৭ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ৯ জন ‘অফিসার’ নিয়োগ দেয়া হবে।
পাঁচ ব্যাংকে সমন্বিতভাবে অফিসার পদে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের লিখিত পরীক্ষা ২০১৮ সালের ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হয় ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং প্রার্থীদের পছন্দের ক্রমের ভিত্তিতে ১১৫১ জনকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিতদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।