ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন হ্যাকস সেমিনার ৭ ফেব্রুয়ারি
বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির উদ্যোগে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন হ্যাকস’ শীর্ষক লার্নিং ইভেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) সকাল ৯ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে।
সেমিনারে তরুণদের ক্যারিয়ার প্ল্যানিং এবং কমিউনিকেশন হ্যাকস বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবেন রবি টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও অনুপ্রেরণাদায়ক বক্তা আয়মান সাদিক।
তরুণদের নিয়ে আয়োজিত চমৎকার এই লার্নিং সেশনের স্ট্র্যাটেজিক পার্টনার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এইচআর ডিপার্টমেন্ট। প্রোগ্রাম পার্টনার হিসেবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ, টেন মিনিট স্কুল, প্রাণ জিরোস, আরএসপিএল গ্রুপ, পারফেটি ভেন মেলে এবং মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম।