জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি
জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৭৪২ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ২:৩০টা থেকে ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর, সময় ২ ঘন্টা।
মগবাজার গার্লস হাই স্কুল, আদর্শ হাই স্কুল, গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি, অতিরিক্ত কোনো কাগজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।