ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ
ন্যাশনাল ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নিয়োগেরে জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান/ পাস) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক (পাস) প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোন একটিতে প্রথম শ্রেণি/ বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনাে স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য নয়।
অভিজ্ঞতা
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মােট ১২ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে। আর্মি এডুকেশন কোরের অবসরপ্রাপ্ত কর্নেল/ ব্রিগেডিয়ার জেনারেল অথবা ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ/ উপাধ্যক্ষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং ন্যাশনাল ব্যাংক ফাউন্ডেশন অনুমােদিত পারিতােষিকসহ সার্বক্ষণিক গাড়ী সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।