সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: প্রফেসর
বিষয় ও পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি, এনিম্যাল ও ফিশ বায়ােটেকনােলজি ১টি, ফার্মাসিউটিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল বায়ােটেকনােলজি ১টি, মাইক্রোবিয়াল বায়ােটেকনােলজি ১টি
বেতনস্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: সহযােগী প্রফেসর
বিষয় ও পদসংখ্যা: প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়ােটেকনােলজি ১টি
বেতনস্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
পদের নাম: প্রভাষক
বিষয় ও পদসংখ্যা: সার্জারি ও থেরিওজেনােলজি ১টি, প্রাণি পুষ্টি ১টি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি ১টি, এনাটমি ও হিস্টোলজি ১টি, মৃত্তিকা বিজ্ঞান ১টি, উদ্ভিদ রােগতত্ত্ব ও বীজ বিজ্ঞান ১টি, কীটতত্ত্ব ১টি, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান ১টি, মাৎস্যচাষ ১টি, জলজ সম্পদ ব্যবস্থাপনা ১টি, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা ১টি, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং ১টি, কৃষি শক্তি ও যন্ত্র ১টি, বায়ােকেমিস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি (বায়ােকেমিস্ট্রি) ১টি, মলিকুলার বায়ােলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২০।