কাস্টম হাউসের নিয়োগ পরীক্ষার সময়সূচি
কাস্টম হাউস, ঢাকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে জনবল নিয়ােগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বিসিএস কর একাডেমী, ৪৭, সিদ্ধেশ্বরী সার্কুলার রােড, শান্তিনগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সিপাই পদের মৌখিক পরীক্ষা আগামী ১৯, ২০, ২১ জানুয়ারি, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান ও উচ্চমান সহকারী পদের মৌখিক পরীক্ষা ২২ জানুয়ারি এবং কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা কাস্টম হাউস, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময় প্রার্থীদের ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।