গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর মৌখিক পরীক্ষার সময়সূচি

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) লোগো

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) লোগো

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিটিসিএল) কারিগরি ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

১২, ১৩ ও ১৪ তম গ্রেডের সিনিয়র ইলেকট্রিশিয়ান, প্লান্ট অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান ও জুনিয়র ট্রান্সপাের্ট সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২০ তারিখ থেকে শুরু হবে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। জিটিসিএল প্রধান কার্যালয়ের (প্লট নং-এফ-১৮/এ, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭) কমিটি রুমে (লেভেল-৩) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মৌখিকত পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্টস কপি, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সংক্রান্ত সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্টস কপি ও সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধা সনদ যাচাই সংক্রান্ত ফরম পূরণ করে মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে মৌখিক পরীক্ষার বাের্ডে দাখিল করতে হবে।