মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সরকারি মুদ্রণালয়ের ম্যানেজার (প্রেস) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
আগামী ২ ডিসেম্বর (সোমবার) সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে ৪০, ইংরেজি ৪০ সাধারণ জ্ঞান ৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রার্থীদের নামে নতুন করে কোনাে প্রবেশপত্র প্রেরণ করা হবে না। অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করা যাবে।
পরীক্ষার শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনাে যন্ত্র ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মােবাইল ফোন, ঘড়িসদৃশ মােবাইল ফোন বা কোনােরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।