সড়ক ও জনপথ অধিদপ্তরে ৬৫ জন নিয়োগ
সড়ক ও জনপথ অধিদপ্তরের দুই পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৬৫ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি থেকে যেকোন অফিসার্স বা অগ্নিনির্বাপণ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স করা থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
পদের নাম: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
পদসংখ্যা: ৬৪টি
যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। সামরিক ও আধা-সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের নিয়ম: অনলাইনে rhd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩ নভেম্বর সকাল ১০টা থেকে ২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।