যশাের বি এ এফ শাহীন কলেজে নিয়োগ
বি এ এফ শাহীন কলেজ যশােরের কলেজ ও স্কুল শাখায় উভয় ভার্সনে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে।
পদের নাম: প্রভাষক
ভার্সন/শাখা: বাংলা ভার্সন (কলেজ শাখা)
বিষয় ও পদসংখ্যা: রসায়ন ১টি, ইতিহাস ১টি, আইসিটি ১টি
পদের নাম: ইন্সট্রাক্টর
ভার্সন/শাখা: বাংলা ভার্সন (কলেজ শাখা)
বিষয় ও পদসংখ্যা: প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস ১টি
পদের নাম: সহকারী শিক্ষক
ভার্সন/শাখা: বাংলা ভার্সন (স্কুল শাখা)
বিষয় ও পদসংখ্যা: ধর্ম (ইসলাম) ১টি, বিজ্ঞান ১টি, সাধারণ ২টি
পদের নাম: সহকারী শিক্ষক
ভার্সন/শাখা: ইংরেজি ভার্সন (স্কুল শাখা)
বিষয় ও পদসংখ্যা: রসায়ন ১টি, গণিত ১টি, সাধারণ ২টি
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
ভার্সন/শাখা: কলেজ শাখা
পদসংখ্যা: গ্রন্থাগার বিজ্ঞান ১টি
পদের নাম: ল্যাব সহকারী
ভার্সন/শাখা: কলেজ শাখা
বিষয় ও পদসংখ্যা: বিজ্ঞান ১টি
পদের নাম: আয়া
ভার্সন/শাখা: স্কুল শাখা
বিষয় ও পদসংখ্যা: ২টি
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, বি এ এফ শাহীন কলেজ যশাের, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশাের সেনানিবাস, যশাের।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০১৯।