মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য পুনঃ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি বিভাগে ২ জন স্থায়ী এবং শিক্ষা ছুটিজনিত শূন্য পদে ২ জন অস্থায়ীসহ মোট ৪ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার উভয়টিতে চতুর্থ বিষয়সহ প্রথম বিভাগ বা জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং জিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রেই প্রার্থীর প্রথম শ্রেণী বা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে যেকোন একটি শর্ত শিথিলযােগ্য। তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য নয়।
প্রভাষক পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদন আগামী ২০ নভেম্বরের মধ্যে ‘রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ বরাবর পাঠাতে হবে।