পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী, হাজী আশ্রাফ আলী হাই স্কুল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং মােহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর। মােট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা হবে। প্রার্থীরা bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। পরীক্ষা হলে প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো প্রকার বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, গহনা-অলংকার, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ত, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মােবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মােবাইল ফোন, ব্যাংকিং কার্ড সদৃশ্য কোনাে কিছু, ক্যালকুলেটর বা কোনােরূপ ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।