বিআইডব্লিউটিএ'তে ৭১ জন নিয়োগ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১৮ ধরনের পদে ৭১ জনকে নিয়োগ দেবে।
যেসব পদে নিয়োগ:
১) সহকারী টাইডাল এনালিস্ট : ১টি
২) অংকন কর্মকর্তা, উর্ধ্বতন নক্সানবিস : ১টি
৩) কনিষ্ঠ নদী জরিপকারী : ১টি
৪) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা : ৪টি
৫) তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী : ২টি
৬) স্যালভেজ ক্রেন ড্রাইভার : ১টি
৭) নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক : ১৫টি
৮) নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ : ১১টি
৯) গাড়ি চালক : ১টি
১০) অফিসার্স কুক : ৫টি
১১) গ্রিজার : ১৪টি
১২) রেকর্ড কিপার : ৩টি
১৩) দপ্তরী : ১টি
১৪) ডুপ্লিকেটিং মেশিন চালক : ১টি
১৫) মার্কম্যান : ২টি
১৬) লিডসম্যান : ১টি
১৭) লস্কর : ৬টি
১৮) তোপাষ : ১টি
আবেদনের নিয়ম: অনলাইনে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।