বিএএফ শাহীন কলেজে শিক্ষক নিয়োগ
বিএএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখায় নিজস্ব অর্থায়নে সৃষ্টপদে শিক্ষক নিয়ােগ দেয়া হবে।
পদের নাম: সহকারি শিক্ষক
বিষয় ও পদসংখ্যা: বাংলা ১টি, ইংরেজি ১টি, গণিত ২টি, ভৌতবিজ্ঞান ১টি, ইসলাম ধর্ম ১টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১টি, সাধারণ (KG-II) ৩টি
ভার্সন: বাংলা ভার্সন (দিবা শাখা)
বেতন: প্রশিক্ষণপ্রাপ্তদের ১৬,০০০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের ১২,৫০০ টাকা বেতন এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা।
পদের নাম: সহকারি শিক্ষক
বিষয় ও পদসংখ্যা: বাংলা ১টি, ইংরেজি ১টি, গণিত ১টি, জীববিজ্ঞান ১টি, ব্যবসায় শিক্ষা ১টি, জীবন ও কর্মমূখী শিক্ষা ২টি, ধর্ম (খ্রিষ্টান) ১টি, ধর্ম (হিন্দু) ১টি, সঙ্গীত ৩টি, সাধারণ (KG-II) ২টি
ভার্সন: বাংলা ভার্সন (প্রভাতী শাখা)
বেতন: প্রশিক্ষণপ্রাপ্তদের ১৬,০০০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের ১২,৫০০ টাকা বেতন এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা।
আবেদনের নিয়ম: অনলাইনে www.bafsd.edu.bd অথবা BAFSDJOBS.OSL.AC ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। দিবা শাখার জন্য আগামী ১৬ সেপ্টেম্বর এবং প্রভাতী শাখার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ পরীক্ষা: দিবা শাখার নিয়োগ পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর এবং প্রভাতী শাখার পরীক্ষা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।