টিএমএসএস হেলথ সেক্টরে চিকিৎসক নিয়োগ
টিএমএসএস হেলথ সেক্টর পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়ােলজি, নেফ্রোলজি, নিউরােমেডিসিন, রেডিওলজি এ্যান্ড ইমেজিং ও ইউরােলজি প্রতি বিভাগে ১জন করে মোট ৭জন
পদের নাম: সহযােগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: প্যাথলজি, ফিজিওলজি, গ্যাস্ট্রোএন্টারােলজি, নেফ্রোলজি, ইউরােলজি, নিউরােমেডিসিন, পেডিয়েট্রিক্স এবং রেডিওলজি এন্ড ইমেজিং প্রতি বিভাগে ১জন করে মোট ৮জন
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: প্যাথলজি, ফিজিওলজি, ইউরােলজি, নেফ্রোলজি, অবস্ এ্যান্ড গাইনী, নিউরােমেডিসিন, ইএনটি এবং রেডিওলজি এন্ড ইমেজিং প্রতি বিভাগে ১জন করে মোট ৮জন
পদের নাম: আরপি/ আরএস
বিভাগ ও পদসংখ্যা: পেডিয়েট্রিক্স বিভাগ ১জন
পদের নাম: রেজিস্ট্রার
বিভাগ ও পদসংখ্যা: চক্ষু বিভাগ ১জন, অবস এ্যান্ড গাইনী বিভাগ ২জন, নিউরােসার্জারি ১জন এবং অর্থোপেডিক্স বিভাগ ১জন
পদের নাম: সহকারী রেজিস্ট্রার
বিভাগ ও পদসংখ্যা: নিউরােসার্জারী বিভাগ ১জন
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা তিন কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল এ্যাড্রেস ও মােবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমএন্ডডিসি) রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ‘পরিচালক (এইচআর-এম এন্ড এ্যাডমিন), টিএমএসএস, ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০’ বরাবর পৌঁছাতে হবে। অথবা আবেদনপত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যানকপি ইমেইল করতে হবে [email protected] বা [email protected] ঠিকানায়।