ব্রিটিশ পেইন্টসে সেলস অফিসার নিয়োগ
বেসরকারি প্রতিষ্ঠান ব্রিটিশ পেইন্টস লিমিটেড সেলস অফিসার পদে দশজনকে নিয়োগ দেবে।
যেকোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। পেইন্ট, ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি) বা সিমেন্ট ইন্ডাস্ট্রির সেলসে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে কমপক্ষে ২২ বছর। প্রার্থীদের নির্ধারিত টার্গেট পূরণ এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে। বরিশাল, দিনাজপুর, খুলনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, পাবনা ও রাজশাহী অঞ্চলে কাজ করতে হবে।
সেলস অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৪,০০০ টাকা বেতন, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, বাৎসরিক দুইটি উৎসব বোনাস দেয়া হবে।
আগ্রহীদের আগামী ২১ জুনের মধ্যে দুই কপি ছবিসহ সিভি ‘ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন, দ্য ব্রিটিশ পেইন্টস লিমিটেড, হাউজ- ৩৬, রোড- ১৩, সেক্টর- ৩, উত্তরা, ঢাকা- ১২৩০’ ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীরা অনলাইনে বিডিজবস.কমের মাধ্যমেও আবেদন করতে পারবেন।