৩৮৪ জন অডিটর নিয়োগ দেবে সিজিডিএফ
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) রাজস্ব খাতভুক্ত অডিটর পদে ৩৮৪ জনকে নিয়োগ দেবে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)। প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে ১০ অক্টোবর, ২০২১ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩১ অক্টোবর, বিকাল ৫টা পর্যন্ত।
পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩৮৪টি
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের ওয়েবসাইটের (http://cgdf.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক চার্জ ১২ টাকা জমা দিতে হবে।
প্রার্থীদেরকে ৭০ নম্বরের একটি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেওয়া হবে এক ঘণ্টা। এতে বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে এমসিকিউ প্রশ্ন থাকবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারেন সিজিডিএফের ওয়েবসাইটের এই লিংকে।