২৩ পদে নিয়োগ দেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী ভিত্তিতে ১৩টি পদে ২৩জনকে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করেছে।
পদের নামঃ
১) সিনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (আরকাইভস) ২)হিসাব রক্ষক ৩)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৪) জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (আরকাইভস) ৫) জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (লাইব্রেরী) ৬) সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর ৭) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮) ড্রাইভার ৯) লিফট অপারেটর ১০) দপ্তরী ১১) বুক সর্টার ১২)রেকর্ড সর্টার ১৩) অফিস সহায়ক
আবেদন নিয়ম: http://nanl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পদসংখ্যা এবং বেতনসহ বিস্তারিত বিবরণ নিন্মোক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।