১১৬ পদে নিয়োগ দেবে বস্ত্র অধিদপ্তর
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ১৮টি পদে ১১৬ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নামঃ
(১) পরিদর্শক (কারিগরি), ২) কম্পিউটার অপারেটর, ৩) টেইলার মাস্টার, ৪) সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ৫) উচ্চমান সহকারী, ৬) সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ৭) প্যাটার্ণ ডিজাইনার, ৮) টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, ৯) লাইব্রেরী অ্যাসিসট্যান্ট, ১০) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১) স্টোর কিপার, ১২) ড্রাইভার, ১৩) মেকানিক্স, ১৪) বয়লার অপারেটর, ১৫) লাইব্রেরী অ্যাসিসট্যান্ট, ১৬) নিরাপত্তা প্রহরী, ১৭) অফিস সহায়ক, ১৮) মালী
আবেদন নিয়ম: http://dotr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পদসংখ্যা এবং বেতনসহ বিস্তারিত বিবরণ নিন্মোক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।