এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে নিয়োগ
শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ শিল্প প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ প্লান্টের জন্য বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম: অফিসার, ওয়্যারহাউজ (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ফার্মেসি, ক্যামেস্ট্রি, বায়োকেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে চার বছরের স্নাতকসহ এম.ফার্ম ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নাম: ডিস্পেন্সিং অপারেটর (র' ম্যাটেরিয়ালস ওয়্যারহাউজ)
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ফার্মেসিতে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম: প্রার্থীদের সম্পূর্ণ সিভি, প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ পাঠাতে হবে ‘জিএম, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত।