আব্দুল মান্নানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে এক শোক বাণীতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আব্দুল মান্নান ছিলেন একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জন দরদী রাজনীতিবিদ। তিনি ছাত্রাবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দলের দায়িত্ব পালনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা নির্মাণে অসাধারণ ভূমিকা রেখে গেছেন। তার এই অবদান দেশ ও জাতি সবসময় স্মরণ রাখবে।’
আরও পড়ুন: সাংসদ আবদুল মান্নানের মৃত্যুতে বাকৃবি ভিসির শোক
উপাচার্য মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আব্দুল মান্নান শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই