বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মোবাশ্বের-আলামিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)-এর ২০২০ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক- এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবাশ্বের আহমেদ সভাপতি এবং দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম আল-আমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সব সদস্য ও নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মাজহারুল আনোয়ার দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান, ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. নুর আলম সিদ্দিক, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এইচ. এম নূর আলম।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ সভাপতি- রাব্বী হাসান সবুজ (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক ইভান চৌধুরী (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রিফাত (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আদিব হোসাইন (বার্তা২৪.কম), দপ্তর সম্পাদক- জাকির হোসাইন ( দৈনিক যুগের আলো), কার্যকরী সদস্য-১ রুদ্র মাহমুদ জয় (দৈনিক সমকাল), কার্যকরী সদস্য-২ আবু সাঈদ জনি (দৈনিক অধিকার)।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তৎক্ষণাৎ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিলুপ্ত কমিটি।