জাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রমুখ।
এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হাফ ম্যারাথন (২১.১ কি.মি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশের মাটিতে পা রাখেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের ব্যাপক প্রস্তুতিকে সামনে রেখে এবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।
এদিকে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আর এ উপলক্ষে বাংলাদেশ সরকার এবছরকে 'মুজিব বর্ষ' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। ২০২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ থেকে ২০২১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।