ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

  • ঢাবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গোল ঘরের এই স্থানে ককটেল নিক্ষেপ করা হয়,  ছবি: বার্তা২৪.কম

গোল ঘরের এই স্থানে ককটেল নিক্ষেপ করা হয়, ছবি: বার্তা২৪.কম

২৪ ঘণ্টা যেতে না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পৌনে এগারোটার দিকে মধুর ক্যান্টিনের গোল ঘরের সামনে এ ঘটনা ঘটে। এতে হৃদয় (১৭) নামে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হয়েছে।

বিজ্ঞাপন
ঢাবিতে ককটেল বিস্ফোরণ/ ছবি: বার্তা২৪.কম

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বার্তা২৪.কম-কে বলেন, ডাকসুতে একটি কাজ করছিলাম। হঠাৎ শব্দ শুনে দৌড়ে এসে কাউকে দেখতে পাইনি। তিনি বলেন, আমার ধারণা কলাভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করা হতে পারে।

আরও পড়ুন: কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ 

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রথমবারের মতো একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এরপর গতকাল দু দফায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। খুব শীঘ্রই দুষ্কৃতকারীদের শনাক্ত করে, আইনের আওতায় আনা হবে।